Top
সর্বশেষ

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

২০ জুলাই, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুরে তীব্র যানজটে থমকে গেছে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এতে করে ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থেকে নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছে। স্বাভাবিকের তুলানায় অতিরিক্ত যানবহনের চাপ থাকায় এবং সিরাজগঞ্জের দিকে গাড়ি টানতে না পারায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২০ জুলাই) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের দীর্ঘ লাইন। একই স্থানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে একটু একটু করে এগোচ্ছে যানবাহন।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহন আর ঘরমুখো মানুষের চাপ এখনো রয়েছে। মহাসড়কের এ অংশে ধীরগতিতে যান চলাচল করছে। পরিস্থিতি আর যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ। অতি দ্রুতই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

শেয়ার