ইন্দোনেশিয়ায় ওয়েস্ট কালিমান্তান প্রদেশের উপকূলে ১৮টি জাহাজ ঝড়ের কবলে পড়ে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও ৩১ জন। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামবাস জেলায় উপকূলের কাছে দুটি টাগবোট ও মাছ ধরার জাহাজ অবস্থান করছিল। আবহাওয়া পূর্বাভাসের কারণে আরও কয়েকটি নৌযান নিরাপদ আশ্রয়ের জন্য ওই এলাকার দিকে যাওয়ার পথে ছিল। এ সময় নৌযানগুলো শক্তিশালী ঝড়ের কবলে পড়ে।
প্রাদেশিক উদ্ধার দপ্তরের প্রধান ইয়োপি হারায়াদি বলেন, ‘২৪ জনের মৃত্যু হয়েছে, আমারা এখনও ৩১ জনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি জানান, দুদিন আগে ওই এলাকায় ঝড় আঘাত হানে। নৌযানগুলো থেকে ৮৩ জনকে নিরাপদে উদ্ধার করা গেছে।
আরও তিন দিন উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাদেশিক উদ্ধার দপ্তরের হেড অব অপারেশন এরিক সুবারিইয়ান্তো।