আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নেই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জুলাই) বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যজনক আচরণ করছেন। তার (খালেদা জিয়া) মুক্তি ও চিকিৎসার সুযোগ চেয়ে রাজনীতি করতেই তারা (বিএনপি নেতারা) বেশি আগ্রহী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার প্রতি অনেক মানবিক আচরণ করেছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার বয়সের কথা বিবেচনায় ঘরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। বিএনপি নেতাদের শেখ হাসিনার মহানুভবতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তা না করে নিজেদের পদ রক্ষায় খালেদা জিয়াকে দাবার গুটি বানিয়ে সরকারের ওপর দায় চাপাচ্ছেন বিএনপি নেতারা।
তিনি বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তারা এটা-সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছে। তারা কর্মীদের চাঙা রাখার জন্যই এগুলো করছে।