Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে তহাবাজারে আগুনে পুড়লো ৩৫টি দোকান

২২ জুলাই, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে তহাবাজারে আগুনে পুড়লো ৩৫টি দোকান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারের তহাবাজারে বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩৫টি দোকান পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঈদের পরদিন হয়ায় সব দোকানঘর বন্ধ ছিলো। এসব দোকানের মধ্যে রয়েছে রেডিমেড পোষাক, খাদ্যশষ্য ও মুদি দোকান।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের তহাবাজারে হটাৎ আগুনের ধোঁয়া দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়েতে থাকে। স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরে জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর মোট ৪টি ইউনিট আগুন

নিয়ন্ত্রনে যোগ দেয়। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। চাঁপইনবাবগঞ্জ সদও থানার ওসি মোজাফফর হোসেন জানান, আগুনে অন্তত ৩৫টি দোকান পুড়েছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমান জানা যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রশিদ জানান, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরে শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। অন্তত ৩৫টি দোকান আগুনে পুড়েছে।তবে তাৎক্ষনিকভাবে ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি।

শেয়ার