Top
সর্বশেষ

চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫১ জন

২৩ জুলাই, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫১ জন
চট্টগ্রাম প্রতিনিধি :

ঈদুল আযহার দিনেও করোনায় আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। যাদের সকলেই নগরের বাসিন্দা। তবে আক্রান্তের সংখ্যা গেল ক’দিনের তুলনায় কিছুটা কমলেও সংক্রমণ হার কমেনি। বরং আগের দিনের চেয়ে আরও ১০ শতাংশের বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) ঈদুল আযহার দ্বিতীয় দিনে চট্টগ্রামে আরও ৪৫১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ৷ যদিও আগের দিন এ হার ছিল মাত্র ২৫ শতাংশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, বৃহস্পতিবার (২২ জুলাই) চট্টগ্রামের সরকারি বেসরকারি ৬টি আরটিপিসিআর ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে ৪৫১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরমধ্যে নগরীর ২৩৭ এবং উপজেলার ২১৪ জন রয়েছে৷ এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ হাজার ২৬১ জনে এসে দাঁড়িয়েছে৷ আর মৃত্যু রোগীর সংখ্যা ৮৬৮ জনে এসে দাঁড়িয়েছে।

উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে, ফটিকছড়িতে ৬৩, চন্দনাইশে ৩০, হাটহাজারীতে ২৯, সন্দ্বীপে ১৪, মিরসরাইয়ে ১৪, সাতকানিয়ায় ১১, রাউজান ১১, সীতাকুণ্ডে ১০, বোয়ালখালীতে ১০, লোহাগাড়া ৭,পটিয়া ৬,বাঁশখালীতে ৬ ও রাঙ্গুনিয়া ৩ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

শেয়ার