Top
সর্বশেষ

ফরিদপুরে লকডাউন: প্রথম দিনেই কড়াকড়ি, কমেছে মৃত্যুর হার

২৩ জুলাই, ২০২১ ২:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে লকডাউন: প্রথম দিনেই কড়াকড়ি, কমেছে মৃত্যুর হার
ফরিদপুর প্রতিনিধি :

লকডাউনের প্রথম দিনেই ফরিদপুরের কড়াকড়ি অবস্থানে রয়েছে প্রশাসন। জেলা সদরে পুলিশের ১৬টি চেকপোস্ট স্থাপনের পাশাপাশি জেলাজুড়ে প্রশাসনের ২০টি মোবাইল কোর্ট কাজ করছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। অপ্রয়োজনের বাইরে আসা মানুষকে নানাভাবে বুঝিয়ে ঘরে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।

এদিকে শুক্রবারও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় অক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে, এছাড়া উপসর্গ নিয়ে আরো চারজনের মোট সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১৬৪ জনের করোনা সনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৪৭.৩৮ শতাংশ। বর্তমানে হাসপাতালটিতে ৩১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

অদ্যবদি জেলার এই কভিড হাসপাতালে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে, হার ২.০৬ শতাংশ। মোট সনাক্ত হয়েছে ১৬ হাজার ছয়শ ৩৮ জনের, আর সুস্থ হয়েছের ১৩ হাজার ২৭ জন।

শেয়ার