Top
সর্বশেষ

মানিকগঞ্জে “সর্বাত্বক” লকডাউন পালন

২৩ জুলাই, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে “সর্বাত্বক” লকডাউন পালন
মানিকগঞ্জ, প্রতিনিধি :

করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে টানা ১৪ দিনের ‘সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধের ঘোষনায় প্রথম দিন মানিকগঞ্জে লকডাউন পালন করা হচ্ছে কঠোর ভাবে। মানিকগঞ্জ জেলা শহর, ঢাকা-আরিচা মহাসড়ক, পাটুরিয়া ফেরি ঘাটের বিভিন্ন পয়েন্টে লকডাউন সঠিক ভাবে মেনে চলার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ। পুলিশকে লক ডাউনের সর্বাত্মক বিধি নিষেধ পালনে তৎপরও দেখা গেছে। এছাড়াও র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালতের একাধিক টিম।

এদিকে জেলার বিভিন্ন এলাকার ঔষধ, খাবার হোটেল ও নিত্যপ্রয়োজনীয় কিছু দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। শহরের রাস্তায় দুই একটা রিক্সা চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশি চেকপোস্ট। জরুরী কারণ ছাড়া কাউকে তেমন বের হতে দেখা যায়নি। এছাড়াও স্বাস্থ বিধি মেনে উন্মুক্ত স্থানে বসানো হয়েছে বাজার।

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কে জরুরী পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স চলতে দেখা গেছে।

এছাড়াও পাটুরিয়া ফেরিঘাট এলাকাতেও রয়েছে একেবারেই জনশূণ্য। ফেরি ঘাট এলাকায় স্বল্প সংখ্যক জরুরি পরিসেবার পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করতে দেখা যায়।

শেয়ার