Top
সর্বশেষ

সিরাজগঞ্জে একরাতে চার বাল্যবিয়ে বন্ধ

২৪ জুলাই, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে একরাতে চার বাল্যবিয়ে বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এক রাতে চারটি বাল্যবিয়ে বন্ধ করলেন সেই নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৪), এরপর মাইঝাইল গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৫), পরে আটারদাগ গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) ও শোলাকুড়া গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী (১০) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়। বৃহস্পতিবার (২২ জুলাই) গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব বাল্যবিয়ে বন্ধ করাসহ বর ও কনের অভিভাবকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেইসাথে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না মর্মে মুচলেকাও নেওয়া হয়। ইতিপূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা অবস্থায় দুইবার একরাতে সাত বাল্যবিয়ে বন্ধ করেছিলেন। তিনি সিরাজগঞ্জ সদর ও চৌহালীতে একই পদে কর্মকালীন প্রায় দুই শতাধিক বাল্যবিয়ে বন্ধ করে রেকর্ড গড়ে সরকারি ও বেসরকারি ভাবে একাধিকবার পুরস্কৃতও হয়েছেন।

শেয়ার