তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এবার দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। ব্রিজটাউনে অনিুষ্ঠিত ম্যাচে সফররত অস্ট্রেলিয়াকে ৪ উইকেটের হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৭২ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছাঁয় কাইরন পোলার্ডরা।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালেক্স ক্যারি। কিন্তু ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি অজি ওপেনারররা। মাত্র ১৬ রানে ফেরেন জস ফিলিপে। আরেক ওপেনার বেন ম্যাকডারমোট আউট হন শূন্য রানেই।
এরপর ক্ষণে ক্ষণে উইকেট পড়তে থাকলে মাত্র ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর হাল ধরেন ম্যাথু ওয়েড। তাকে দারুণ সঙ্গ দেন মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পারা। ওয়েড ৬৮ বলে ৩৬, জাম্পা ৬২ বলে ৩৬ ও স্টার্ক করেন ৪৩ বলে ১৯ রান। আর শেষদিকে ওয়েস অ্যাগারের ৩৬ বলে ৪১ রানের সুবাদে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ পায় অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। ১ রানে আউট হন এভিন লুইম এবং ডারেন ব্রাভো ফিরেছেন শূন্যরানে। আর আউট হওয়ার আগে জেসন মোহাম্মদের সংগ্রহ ১১ রান। এছাড়া সাই হোপ ৩৮ এবং পোলার্ড ২ রানে ফিরলে চাপে পড়ে ক্যারিবীয়রা।
মাত্র ৭২ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা উইন্ডিজ দলকে জয়ের বন্দরে নিয়ে যান নিকোলাস পুরান এবং জেসন হোল্ডার। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে তুলেন ৯৩ রানের জুটি। এই দুই ব্যাটসম্যানই অর্ধশতক পূর্ণ করেছেন।
৬৯ বলে ৫২ রানে জেসন আউট হলেও ৫৯ রান করে অপরাজিতই থাকেন পুরান। এদিকে আলজারি যোসেফ মাটে ছাড়েন ব্যক্তিগত ৫ রানে।