Top
সর্বশেষ

বেসিক ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত

১৬ নভেম্বর, ২০২০ ৯:৩০ পূর্বাহ্ণ
বেসিক ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত

বেসিক ব্যাংক লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম। স্বাগত বক্তব্য রাখেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব রুখসানা হাসিন সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সাহেব আলী মৃধা, রাজীব পারভেজ, রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত পর্যবেক্ষক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও), কোম্পানি সচিব এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স আজিজ হালিম খায়ের চৌধুরীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

শেয়ার