ঈদ-উল-আযহা পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩১৪ বারে ৫৭ লাখ ২৮ হাজার ৫৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুংহাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪০ বারে ১১ লাখ ৪৬ হাজার ৭৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএন স্পিনিংয়েরশেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫৮ বারে ২৪ লাখ ১৩ হাজার ৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৫ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮.৪৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.০৪ শতাংশ, জাহিনটেক্সের ৬.৪৫ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৬.০৬ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৯৩ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.৮১ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর ৫.১৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস