Top
সর্বশেষ

চট্টগ্রাম বন্দর থেকে নামলো সতর্ক সংকেত

২৫ জুলাই, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দর থেকে নামলো সতর্ক সংকেত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সমুদ্র বন্দরসহ মংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও চট্টগ্রামে মাঝারি ধরনের বৃষ্টি ঝরবে আরও দু’দিন। রোববার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিস্থিতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রামসহ অন্য ৪ সমুদ্রবন্দরকেও সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, সতর্ক সংকেত নামিয়ে ফেলা হলেও চট্টগ্রামে আরও দু’দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টায় চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পুরো বর্ষাজুড়ে এভাবেই থেমে থেমে বৃষ্টি ঝরবে। সোমবার (২৬ জুলাই) থেকে পরবর্তী দুইদিন চট্টগ্রামের বিভিন্নস্থানে হালকা বৃষ্টির পাশাপাশি রোদের দেখা মিলতে পারে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এখন তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। চট্টগ্রামে আগামী দুই দিন মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টি কিংবা পাহাড়ধ্বসের সম্ভাবনা নেই।

এদিকে রোববার (২৫ জুলাই) ভোর ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৩ জুলাই) চট্টগ্রামসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিলো। এরপর থেকেই চট্টগ্রামের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

শেয়ার