Top
সর্বশেষ

এগারোশ কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

১৬ নভেম্বর, ২০২০ ৯:৩৯ পূর্বাহ্ণ
এগারোশ কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) সব ধরনের সূচকের পতন হয়েছে। এদিন কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এগারশ কোটি টাকা ছাড়িয়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৮৮ কোটি ৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৭৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে।

এসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৩টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ টাকা।

শেয়ার