Top
সর্বশেষ

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

২৫ জুলাই, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে রবিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। প্রথম দিন বিকেল পর্যন্ত ভারত থেকে পণ্য নিয়ে ১৫০ ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারি কমিশনার মোমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে রবিবার সকাল ১১টা থেকে আবারও দুই দেশের মধ্যে বানিজ্য শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছেন। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য ঈদুল আযহা উপলক্ষে গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত একটানা ৬ দিন এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ ছিলো।

শেয়ার