Top
সর্বশেষ

ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

২৫ জুলাই, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঈদের ছুটির ৭ দিন শেষে আমদানি-রফতানি শুরু হয়েছে। রোববার (২৫ জুলাই) সকালে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্ররেশের মধ্যদিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্ধ ছিল বাণিজ্য কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার অব্যাহত ছিল।

স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ঈদ ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের হাকিমপুর হিলি ও ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের মধ্যে আলোচনা করে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম সাতদিনের বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আজ থেকে আবার সকল কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সরকার ঘোষিত ঈদের ছুটি ব্যতীত হিলি স্থলবন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে।

শেয়ার