সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৩ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৪১ বারে ১৮ লাখ ৭৬ হাজার ৬৫৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৫৫ বারে ৩৪ লাখ ৬ হাজার ২৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৫৭ বারে ৫ লাখ ৪১ হাজার ৮৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৯ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- উসমানিয়া গ্লাসের ৪.৩৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ, ইমাম বাটনের ৪.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৩.৯৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস