Top
সর্বশেষ

দেখতে দেখতে নদীর পেটে চলে গেল বাপ দাদার ভিটামাটি

২৬ জুলাই, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
দেখতে দেখতে  নদীর পেটে চলে গেল বাপ দাদার ভিটামাটি
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন ভয়াবহ আকার ধারন করেছে। গত ২ দিনে ৫৫টি পরিবারের ঘরবাড়ি, ফসলি জমিসহ গাছপালা ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ওই এলাকার ৩ শতাধিক পরিবারের বসতভিটা বিলীন হয়ে যাওয়ার মুখে পড়েছে।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম জানান, পিপুলিয়া গ্রাম ভাঙ্গনের মুখে নিশ্চিহ্ন হতে চলেছে। ইতিমধ্যে ভাঙ্গনের মুখে পড়ে সর্বস্ব হাড়িয়ে শতাধিক পরিবার চলে গেছে এলাকা ছেড়ে ।

এখন হুমকির মুখে পড়েছে একটি আদর্শ গ্রাম, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মসজিদ, একটি ঈদগাঁ মাঠ এবং কয়েকশ পরিবারের ঘরবাড়িসহ শত শত একর ফসলি জমি। ভাঙ্গনের কবলে যারা গৃহহীন হয়ে যাচ্ছে তাদের মধ্যে অতি দরিদ্র মানুষগুলো আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন উঁচু ফাঁকা স্থানে আশ্রয় নিচ্ছে।

মহসিন আলীর পিপুলিয়া গ্রামের ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। শুধু তাই নয়, সাথে গেছে আবাদী জমিও। এখন তিনি একেবারে নিঃস্ব। শুধু ঘরের চালের কায়েকটি টিন, কাঠ আর ৪ টি গরু রক্ষা করতে পেরেছেন। আর গাছপালা জমিজমা ও রান্নাঘর ও গোয়াল ঘর চোখের সামনে ভেসে গেছে। এখনও যারা ভাঙ্গনের হুমকির মুখে এমন পরিবারের সংখ্যাও কম নয়। প্রায় ৪ শতাধিক পরিবার আগেভাগেই ঘরের আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে।

ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামের নারী-পুরুষের হাহাকার অবস্থা। রাতে ঘুমাতে পারেনা। কখন মাটি ফেলে ঘরবাড়ি চলে যায় নদীগর্ভে এই আতংকে রাত দিন পাহাড়ায় বসে থাকে নদীর ধারে ওই গ্রামের ভাঙন কবলিত সুভাষ চন্দ্র বলেন,দেখতে দেখতে নদীর মদে চলি গেলো বাপ দাদার ভিটা মাটি। আস্তে আস্তে জমিজমাও গেলো পানিতে। আমরা এখন সম্বলহীন। সুভাষের মতো এই গ্রামে আরও ২ শতাধিক সংখ্যালঘু পরিবার বাস করতো মিলে মিশে সকলের সাথে। এখন সংখ্যালঘু পরিবারের অধিকাংশ পরিবারের ঘরবাড়ি নেই। তারা ভরতখালী হাট এলাকায় ঠাঁই নিয়েছে। সাদা মনের মানুষ আলম মাষ্টার বলেন , বসবাস করার মতো জায়গা নাই অনেক মানুষের। তাই কে কোথায় ঠাঁই নিয়েছে তার ঠিক নাই। আমরা যেমন গ্রামে সংঘবদ্ধভাবে বসবাস করতাম নদী এখন আমাদের ভাগ করে দিয়েছে। নদীতে পানি বাড়লেও ভাঙ্গন শুরু হয় ,পানি কমতে থাকলেও ভাঙন শুরু হয়।

সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম কালু বলেন, নদী ভাঙনরোধে পদক্ষেপ গ্রহন করা একান্ত জরুরী। ইতিমধ্যে গ্রামের অর্ধেক নদীতে বিলীন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা না নিলে পিপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি সেন্টার স্কুল, পিপুলিয়া সরকারি আদর্শ গ্রামসহ পিপুলিয়া গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল জানান, এবারের ভাঙনে পিপুলিয়া গ্রামে এ পর্যন্ত ৩ শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। গৃহহীন পরিবারগুলো উঁচুস্থানে অথবা অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। ভাঙন কবলিত এলাকার লোকজনের মাঝে জিআর ও ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থসহ চাল বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান,ভাঙ্গন প্রতিরোধের জন্য অস্থায়ীভাবে কাজ শুরু করা হবে । উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুবী বার্তা পাঠানো হয়েছে । অনুমতি পেলেই কাজ শুরু করা হবে।

শেয়ার