Top

লেবাননের কাছে ১০ লাখ টন জ্বালানী তেল বিক্রি করবে ইরাক

২৬ জুলাই, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
লেবাননের কাছে ১০ লাখ টন জ্বালানী তেল বিক্রি করবে ইরাক
আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননকে ১০ লাখ টন জ্বালানী তেল দিতে চায় ইরাক। জ্বালানী তেল সঙ্কটে যখন সবকিছুই থমকে আছে লেবাননের, ঠিক তখনই এমন সহায়তার হাত বাড়িয়ে দেয় ইরাক। তবে শর্ত হলো, নগদ অর্থের বিনিময়েই পাওয়া যাবে এই তেল। শনিবার এই বিষয়ে দুই দেশের একটি চুক্তিও সাক্ষরিত হয়েছে। এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে উভয় পক্ষ। আল আরাবিয়া

অর্থনৈতিক মন্দার কারণে হুমকির মুখে পড়েছে লেবানন। জ্বালানী সঙ্কটের কারণে সব কিছুই থমকে আছে। নতুন এই চুক্তির পর দেশটির জ্বালানী মন্ত্রী রেমন্ড গজার বলেন, এই তেল দেশটির বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে। তিনি আরো বলেন, এই তেলের মূল্য প্রায় ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার।

 

শেয়ার