দায়িত্বগ্রহণের দুবছরের মাথায় ২৬ জুলাই নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দিলেন বিএস ইয়াদুরাপ্পা। সোমবার বেঙ্গালুরুতে গর্ভনর তাওয়ার চাঁদ গেহলতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি। দ্য হিন্দু
রাজভবনের এক কর্মকর্তা নিশ্চিত করেছে, ইয়াদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ইয়াদুরাপ্পা সাংবাদিকদের বলেন, আমি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে এসেছি। গর্ভনর আমাকে আগামী মুখ্যমন্ত্রীর ক্ষমতা গ্রহণ পর্যন্ত এ পদটি ধরে রাখার জন্য বলেছিলেন। আমি অন্যদের জনগণের সেবা করার সুযোগ দিতে চাচ্ছি। ইন্ডিয়ান এক্সপ্রেস
তিনি আরো বলেন, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাকে কেউ চাপ প্রয়োগ করেনি। পদত্যাগ করার সিদ্ধান্ত আমি দুই মাস আগেই নিয়ে রেখেছি। তার উত্তরসূরি তার কাছ থেকে রাজনৈতিক সহযোগিতা পাবে বলেও আশ্বাস দিয়েছেন বর্ষিয়ান এ নেতা। তিনি কর্নাটকের জনগণের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে গণমানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল