Top
সর্বশেষ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬ শয্যার আইসিইউ’র কার্যক্রম শুরু

২৬ জুলাই, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬ শয্যার আইসিইউ’র কার্যক্রম শুরু
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার সিভিল সার্জনের একান্ত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকসহ ৪৪ জনবল নিয়ে ৬ শয্যার আইসিইউ’র কার্যক্রম শুরু করেছে সাজিদা ফাউন্ডেশন। আজ সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সাজিদা ফাউন্ডেশনের প্রতিনিধিদের কাছ চিকিৎসা সামগ্রীসহ সমস্ত কিছু বুঝে নেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ.এস.এম. মারুফ হাসান।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ.এস.এম. মারুফ হাসান বলেন, আইসিইউ সংক্রান্ত সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের দুই মাসের চুক্তি হয়েছে। প্রয়োজনে এর মেয়াদ আরো বাড়তে পারে।আইসিইউ’র জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ৭ জন যত্ন নেয়া সহকারি, ৬ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন গ্রাহক সেবী ও ১ জন হিসাবরক্ষক থাকবে। এছাড়া প্রতিষ্ঠানটি আইসিইউ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও দিয়েছে। আইসিইউ পরিচালনার ক্ষেত্রে সকল আর্থিক সহায়তাও এ প্রতিষ্ঠানটি বহন করবে।

এ সময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ.এস.এম.ফাতেহ্ আকরাম, সহ মানবাধিকার কর্মী ও গনমাধ্যমে কর্মিরা।

শেয়ার