Top

ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার

১৬ নভেম্বর, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৩০ লাখ ৩৬ হাজার ৯৯০টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ২২ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩০ লাখ টাকার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া আমান ফিডের ১৩ লাখ ৪৬ হাজার টাকার, অ্যাপোলো ইস্পাতের ৫ লাখ ৮০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭ টাকার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবললের ৪৯ লাখ ১১ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২১ কোটি ২৪ লাখ টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৫ লাখ ৭ হাজার টাকার, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ২৩ লাখ ৩২ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ৪০ হাজার টাকার , ম্যাকসন স্পিনিংয়ের ৫৪ লাখ ২৪ হাজার টাকার, এমজেএলবিডির ৯৯ লাখ ১২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৩ লাখ ১৭ হাজার,নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের ৫ লাখ, ন্যাশনাল ব্যাংকের ৪৯ লাখ ৭০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৬৯ লাখ টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০ লাখ ৫৪ হাজার টাকার, ফনিক্স ফিন্যান্সের ১৯ লাখ ২৯ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮৮ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ২৫ লাখ ৩২ হাজার টাকার, এসকে ট্রিমসের ২০ লাখ ১৫ হাজার টাকার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৪৩ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ার