Top
সর্বশেষ

মানিকগঞ্জে কভিড-১৯ এর সংক্রমণ উর্ধ্বগতি

২৭ জুলাই, ২০২১ ১০:২৫ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে কভিড-১৯ এর সংক্রমণ উর্ধ্বগতি
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে দিন যত যাচ্ছে কভিড-১৯ এর ভয়াবহতা ততই উর্ধ্বগতির দিকে দৃশ্যমান হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলেও সনাক্তের সংখ্যা ১৭০ এ পৌছেছে। আর কভিডের নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৪ জনের। তবে এর আগে ৪৩৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে কভিড-১৯ এ পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭০ জন। জেলায় বর্তমানে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ২ শতাংশ। আজ মঙ্গলবার ২৭ জুলাই সকালে এসব তথ্য নিশ্চিত করে প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, নতুন করে করোনায় আক্রান্ত ১৭০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৩১জন, সিংগাইরে ৫৮জন সাটুরিয়ায় ০৯জন শিবালয়ে ২১জন, হরিরামপুরে ২৫জন ঘিওরে ১৯জন এবং দৌলতপুর উপজেলায় ০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়াও জেলাতে এ পর্যন্ত উনত্রিশ হাজার ৩৬১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৩৪ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৬ জন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন কার্যালয়।জেলায় এ পর্যন্ত কভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ৭৫ জন।

শেয়ার