Top

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

২৮ জুলাই, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি  কোম্পানির ৩৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ৪৭ লাখ ৮৪ হাজার ৩০টি শেয়ার ৮০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ৩ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮৬ লক্ষ ৫ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ বিকনফার্মার ৮ কোটি ৫৯ লক্ষ ৮৬ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৮০ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ৭০ লক্ষ ৬৩ হাজার টাকার,  লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৫৬ লক্ষ ৮৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৪০ লক্ষ ১৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৮৩ লক্ষ ৮০ হাজার টাকার, এটিসিএসএল গ্রোথ ফান্ডের ৭৪ লক্ষ ৪৫ হাজার টাকার, ফর্চুন সুজের ৭৪ লক্ষ ২০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫৮ লক্ষ ১১ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৫১ লক্ষ ৪১ হাজার টাকার, আরডি ফুডের ৩৭ লক্ষ ৮৯ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৩ লক্ষ ৩০ হাজার টাকার, সিলকো ফার্মার ৩২ লক্ষ ৯০ হাজার টাকার, তৌফিকা ফুডেরর ৩১ লক্ষ ৪০ হাজার টাকার, আমান ফিডের ২৭ লক্ষ ৭০ হাজার টাকার, এসিআই’র ২৭ লক্ষ টাকার, জিবিবি পাওয়ারের ২৫ লক্ষ ৩৫ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ২২ লক্ষ ৯৫ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ২১ লক্ষ ২২ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৯ লক্ষ ৩৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৬ লক্ষ ৪৩ হাজার টাকার, মার্কেনটাইল ইন্স্যুরেন্সের ১৩ লক্ষ ৭৫ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ১২ লক্ষ ৭৩ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১০ লক্ষ ৮৬ হাজার টাকার, ইন্ডেক্স এগ্রোর ১০ লক্ষ ৮০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ লক্ষ ৫ হাজার টাকার, রহিমা ফুডের ৭ লক্ষ ৯৫ হাজার টাকার, সোনালী পেপারের ৬ লক্ষ ৭৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লক্ষ ৪১ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৫ লক্ষ ১৫ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ৫ লক্ষ টাকার, ইন্ট্রাকো সিএনজির ৫ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার