Top
সর্বশেষ

হিলিতে মাস্ক না পরে লোড-অনলোড, করোনার ঝুঁকি বাড়ছে

০৭ জুন, ২০২০ ১১:৩০ পূর্বাহ্ণ
হিলিতে মাস্ক না পরে লোড-অনলোড, করোনার ঝুঁকি বাড়ছে

ট্রেনযোগে ভারত থেকে দিনাজপুরের হিলি রেলষ্টেশনে আমদানি হচ্ছে পেঁয়াজ। আর সামাজিক দূরত্ব ও মাস্ক ছাড়াই শ্রমিকরা করছে পেঁয়াজ লোড-অনলোড। হিলি বন্দরের রাস্তা-ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো বাড়াচ্ছে যানজট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মালবাহী ট্রেন থেকে শ্রমিকরা পেঁয়াজ অনলোড করে দেশি ট্রাকে লোড করছে। কিন্তু মানছে না তারা সামাজিক দুরত্ব এবং মুখে নেই কোন সুরক্ষিত মাস্ক। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো যানজটের সৃষ্টি করছে। ট্রাকের ড্রাইভার বা হেলপারের মুখে নেই কোন মাস্ক। স্থানীয় লোকজন এবং ছোট যানবহনসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলোর পড়ছে যানজটে। পেঁয়াজ লোড করে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। হিলি রেলষ্টেশনের আশপাশের রাস্তাগুলোর বেহালদশা। রাস্তার পাশের ড্রেনগুলো ট্রাকের চাপে ভেঙে পড়েছে। দেশের অন্যান্য এলাকা থেকে আসছে এই ট্রাকগুলো। বাহির থেকে পেঁয়াজ নিতে আসছেন ব্যবসায়ীরা। এলাকাবাসীদের অভিযোগ, বাহির থেকে আসা ট্রাক বা ব্যবসায়ীরা করোনা নিয়ে হিলিতে প্রবেশ করছেন।

এলাকাবাসী কুদ্দুস আলী খান রাইজিংবিডিকে জানান, আমরা হিলিবাসী করোনা থেকে নিরাপদে থাকতে চাই। আমদানিকারকরা ট্রেনযোগে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে। শ্রমিকরা কোন সামাজিক দুরত্ব বা মাস্ক ব্যবহার করছে না। আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে এই ভারি ওজনের ট্রাকগুলো যাতাযাত করছে। এতে করে রাস্তাসহ ড্রেনগুলো ভেঙে পড়ছে। যানজটের কারনে চলাফেরা করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম রাইজিংবিডিকে বলেন, সামাজিক দূরত্ব সবাইকে মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখতেছি।

শেয়ার