Top
সর্বশেষ

এনার্জিপ্যাক পাওয়ার এর ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২৯ জুলাই, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
এনার্জিপ্যাক পাওয়ার এর ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও ঈদ পরবর্তী কুশল বিনিময় করতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড গত ২৪ জুলাই ‘এনার্জেটিক ফ্যামিলি ভার্চুয়াল ঈদ গ্রিটিং ইভেন্ট’ শীর্ষক একটি ভার্চুয়াল ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।

পুনর্মিলনীতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ, স্ট্র্যাটেজিক বিজনেস ব্যবস্থাপনা প্রধান এবং এনার্জিপ্যাকে কর্মরত সকল কর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে কর্মীরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করে এবং গণজমায়েত হয় এমন যেকোনো ধরণের অনুষ্ঠান বা সভার আয়োজনে নিষেধাজ্ঞা জারি করে। তাই কর্মীরা যাতে এই কঠিন সময়ে সংযুক্ত থাকতে পারেন এবং একইভাবে নিরাপদে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, সে লক্ষ্যে ভার্চুয়াল এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে প্রতিষ্ঠানটি।

শেয়ার