সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৭ বারে ১০ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩৩ বারে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৮ বারে ৪৩ লাখ ৯১ হাজার ১৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭১ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৬২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৫৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.৪৮ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৩.১৪ শতাংশ এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.১৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস