Top
সর্বশেষ

মুরগীর খামারে বিষ ঢেলে দেয়ায় ৩০০ মুরগীর প্রাণহানি

২৯ জুলাই, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
মুরগীর খামারে বিষ ঢেলে দেয়ায় ৩০০ মুরগীর প্রাণহানি
মাগুরা প্রতানিধি :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের উদ্যোক্তা খামার মালিক মো: আশরাফুল আলমের মুরগী খামারে পূর্ব শত্রুতার জের ধরে মুরগীর খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাত দূবৃত্তরা। এতে ওই খামারের ৩শ টি মুরগী মারা গেছে । এ ঘটনায় আরো এক হাজার মুরগী অসুস্থ হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খামারের মালিক মো: আশরাফুল আলম দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মোঃ আবুল ফকির ছেলে।

উদ্যোক্তা আশরাফুল আলম বলেন, গত রাত্রে প্রতিদিনের মত খামারে আমি ও আমার স্ত্রী মুরগীর খাবার ও পানি দিয়ে ঘুমাতে চলে যাই।বৃৃহস্পতিবার ভোরবেলা এসে দেখি খামারের তারের বেড়া কেটে অজ্ঞাত কেউ প্রবেশ করেছে। পাশে প্রায় ৩০০ মুরগী মৃত অবস্থায় পরে আছে। মুরগীর খাবারে কেউ বিষ মিশিয়ে আমার এমন ক্ষতি করে দিয়েছে। সময় যত যাচ্ছে মৃত মুরগীর সংখ্যা ততো বাড়ছে।

বাবুখালী অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পুলিশ পরিদর্শক আরিফ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থানে যাই। অজ্ঞাত ব্যাক্তি খাবারে বিষ দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ সময় প্রায় ৩০০ টি মুরগী মারা গেছে। এখনো এক হাজার মুরগী অসুস্থ অবস্থায় ছটফট করছে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নাছির উদ্দীন সরকার বলেন, আমাদের একজন প্রতিনিধি ঘটনাস্থালে গিয়েছে। ক্ষতির পরিমান নির্নয় করবেন। প্রাণীদের সাথে এমন শত্রুতা অমানবিক। যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা এই ধরনের কাজ করতে পারে না। মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার