Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

আইপি কলিং অ্যাপের রিচার্জ করা যাচ্ছে বিকাশে

২৯ জুলাই, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
আইপি কলিং অ্যাপের রিচার্জ করা যাচ্ছে বিকাশে

এখন গ্রাহকরা কম খরচে কথা বলার আইপি কলিং অ্যাপ বিটিসিএল আলাপ, আম্বার আইটি এবং ব্রিলিয়ান্ট কানেক্ট এর রিচার্জ সহজেই করতে পারছেন বিকাশে। করোনাকালে এই রিচার্জ করার সুবিধা গ্রাহকদের ঘরে বসেই নিরবচ্ছিন্ন যোগাযোগকে অব্যাহত রাখার সুযোগ করে দিচ্ছে।

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিটিসিএল আলাপ, আম্বার আইটি কিংবা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ইনস্টল করে এনআইডি তথ্য দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে কম খরচেই কথা বলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আলাপ অ্যাপ থেকে মোবাইল ও ল্যান্ডলাইনে ৩০ পয়সা মিনিটে কথা বলা যায়। এছাড়া আলাপ থেকে আলাপে বিনামূল্যে কথা বলা ও চ্যাট করা যায়।

এদিকে আম্বার আইটি-র আইপি ফোন অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে রিচার্জে চলছে ২০% ক্যাশব্যাক। সাথে আরও থাকছে লাইফটাইম মেয়াদ, প্রতি সেকেন্ড পালস্, যেকোনো নাম্বারে ৪০ পয়সা প্রতি মিনিট (ভ্যাট ছাড়া), যেকোনো আইপি নাম্বারে কল ফ্রি ও ইনস্ট্যান্ট ১০ টাকা ফ্রি ব্যালেন্স।

এছাড়া ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ইনস্টল করে এনআইডি তথ্য প্রদান করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই গ্রাহক সঙ্গে সঙ্গেই পাচ্ছেন ১৫ মিনিট ফ্রি টক টাইম।
আলাপ অথবা আম্বার আইটি’র রিচার্জ করতে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে ‘টেলিফোন’ অপশনে ট্যাপ করে ‘বিটিসিএল আলাপ’ অথবা ‘আম্বার আইটি আইপি ফোন’ নির্বাচন করতে হবে। এরপর আইপি ফোন নাম্বার ও কন্টান্ট নাম্বার টাইপ করে পরের ধাপে রিচার্জের পরিমাণ দিয়ে সবশেষে বিকাশ পিন দিলেই রিচার্জ সম্পন্ন হবে। ব্রিলিয়ান্ট কানেক্ট রিচার্জ করতে হলে অ্যাপের সেটিংস থেকে ‘মাই ব্যালেন্স’ এ গিয়ে ‘অ্যাড ব্যালেন্স’ অপশনে ট্যাপ করলে বিকাশ পেমেন্ট গেটওয়েতে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারী। এরপর বিকাশ নাম্বার, রিচার্জের পরিমাণ, ওটিপি এবং পিন দিয়ে রিচার্জ সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, আইপি কলিং অ্যাপের পাশাপাশি দেশের সবগুলো মোবাইল অপারেটরের নাম্বারে রিচার্জ খুব সহজেই করা যায় বিকাশে। গ্রাহকরা মোবাইল রিচার্জের বিভিন্ন অফার পেতে পারেন বিকাশ অ্যাপ থেকে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে। এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও টেলিটক এর ইন্টারনেট, মিনিট, বান্ডেল অফারসহ সবকিছুই মিলছে এক জায়গায়। বিজ্ঞপ্তি

শেয়ার