Top

সাপ্তাহিক দর পতনের শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

৩১ জুলাই, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৩ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফ্যামিলিটেক্সের দর কমেছে ৫ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ কোটি ১৮ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তুংহাই নিটিংয়ের দর কমেছে ১৪ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৪.২৯ শতাংশ, জিলবাংলা সুগারের ১২.৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ১০.৭৬ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১০.১৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.২০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.২০ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৮.৯৭ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার