Top
সর্বশেষ

হিলি স্থলবন্দরে বেড়েছে পণ্য রফতানী

৩১ জুলাই, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
হিলি স্থলবন্দরে বেড়েছে পণ্য রফতানী
তাফহিমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে পণ্য রফতানী। নানা প্রতিকুলতা সত্বেও আমদানী শুধু নয় সাথে বেড়েছে পণ্য রফতানীও। বৈশ্বিক করোনা মহামারীতে সকল কিছু যখন বন্ধ, তখন গত ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় দুই কোটি ৭২ লাখ মার্কিন ডলারের বিভিন্ন পণ্য ভারতে রফতানী করা হয়েছ। গত এক বছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে ২২৯ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার পণ্য রফতানী হয়েছে। যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় এক কোটি ৩১ লাখ মার্কিন ডলারের বেশি পণ্য রফতাণী হয়েছে।

হিলি স্থলবন্দরের তথ্য মতে, ভারতে কর্টন র‌্যাগস,রাইস ব্রান অয়েল, পানির পাম্পের চাহিদা বেশি থাকায় বেড়েছে রফতানী। ২০২০-২১ অর্থবছরে বন্দর দিয়ে ভরতে ৩ হাজার ৪০০ পিস পানির পাম্প, ২৮৫ টন কর্টন র‌্যাগস, ২৬ হাজার ৪৬৫ টন রাইস ব্রান অয়েল, ভরতে রফতানী হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বন্দর দিয়ে ভরতে ৬০০ পিস পানির পাম্প, ১১৯ টন কর্টন র‌্যাগস, ১৯ হাজার ৬৭০ টন রাইস ব্রান অয়েল, চার রটন পানির পাম্পের বিভিনন্ন যন্ত্রাংশ ভরতে রফতানী হয়েছিল । ২০২০-২১ অর্থবছরে পণ্য রফতানী করে আয় হয়েছে দুই কোটি ৭২ লাখ ৪১ হাজার মার্কিন ডলার। আর ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার আয় হয়েছিল।

স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেনে, বন্দর দিয়ে প্রতিদিনেই পণ্য রফতানী বাড়ছ। পণ্য রফতানীর আরো বৃদ্ধির সম্ভাবনা থাকলেও কিছু সমস্যার কারণে তা বৃদ্ধি করা যাচ্ছেনা। বিভিন্ন যন্ত্রাংশের সাথে কাঁচা মালও রফতাণীর সম্ভবনা রয়েছে। সরকার যদি ব্যবস্থ্যা করে দেয় তাহলে আরো রফতাণী বৃদ্ধি পাবে বলে আশা করি।

বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডিএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, আমাদের দেশে কোনকিছুর চাহিদার সাথে দাম বেড়ে গেলে আমরা সেই পণ্য আমদানি করি। কিন্তু আমাদের এখানে কোন পণ্যের দাম কমে গেলে তা আমরা আর রফতানী করতে পারিনা। এটা করতে পারলে আরো বেশি পণ্য রফতানী বেড়ে যাবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে কর্টন র‌্যাগস,রাইস ব্রান অয়েল, পানির পাম্পের রফতাণী আগেরে থেকে বৃদ্ধি পেয়েছে। তবে ব্যাটারি, জুস, কৃষিপণ্যও রফতানিরও সুযোগ রয়েছে।

শেয়ার