Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

অলিম্পিক ফুটবল: মিশরকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

৩১ জুলাই, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
অলিম্পিক ফুটবল: মিশরকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে এসেছিল সেলেসাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা।

টোকিওর সাইতামা স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের প্রায় ৬৩ শতাংশ সময় তাদের পায়ে বল ছিল। ‍পুরো ম্যাচে গোলমুখে ৫ শটের মাত্র দুইটি লক্ষ্যে রাখতে পেরেছে মিশর।

অন্যদিকে ব্রাজিল ১২ শটের মধ্যে পাঁচটিই লক্ষ্যে রাখে। ম্যাচে ফাউল সংখ্যায় এগিয়ে ছিল মিশর। তাদের ১৪ ফাউলের বিপরীতে ১০টি ফাউল করেছে ব্রাজিল।

অলিম্পিক ফুটবলের সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিজয়ী দল।

এর আগে টোকিও অলিম্পিক থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে যেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিততেই হতো মিশর ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে হারা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়েছিল। তবুও শেষ আটে যেতে স্পেন অনূর্ধ্ব-২৩ দলকে হারাতেই হতো আলবিসেলেস্তেরা। ১-১ গোলে ড্র করেও বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। তবে লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিল ঠিকই এগিয়ে যাচ্ছে।

শেয়ার