Top
সর্বশেষ

পাখীর খামারে বিশাল সাপ আটক

৩১ জুলাই, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
পাখীর খামারে বিশাল সাপ আটক
মাগুরা প্রতিনিধি :

খাঁচায় রয়েছে দেশি বিদেশি প্রজাতির বেশ কয়েকটি পাখি। সেই খাঁচায় ঢুকে ৪ টি বাজিগার পাখি খেয়েছে বিষধর গোক্ষু সাপ। পরে খাঁচায় আটকে গেল বিষধর সাপটি। প্রাণে বেঁচে গেলেন পাখি খামারি।

ঘটনাটি ঘটেছে আজ গতকাল ৩০ জুলাই শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামে আলাউদ্দিন শেখের বাড়িতে । করোনায় স্কুল বন্ধ শখ করে পাখির খামার শুরু করেছিলেন রাব্বি শেখ (১৫)।

রাব্বি জানায়, অল্প দিনে তার খামারে বাজিগার পাখি পালন শুরু হয়। আর সেই পাখি খাওয়ার লোভে খাঁচায় ঢুকে পড়ে গোক্ষু সাপটি। প্রতিদিনের মতো এ দিন পাখিদের খাবার দিতে এসেই চমকে যান রাব্বি। দেখেন, পাখির খাঁচায় ফণা তুলে রয়েছে একটি সাপ। তার ভয়ে কিচিরমিচির করছে পাখিরা। ততক্ষণে সাপটি চারটি পাখিকে খেয়ে ফেলেছে। পেট ফুলে যাওয়ায় আটকে গিয়েছে সাপটি।

বিষধর সাপটি রাব্বিদের বাড়িতে একটি কাঠের বক্সে আটকে রাখা হয়েছে বলে রাব্বি জানন।

শেয়ার