Top

দৃশ্যপট বদলে যাওয়া এক ভূখণ্ড ফুলবাড়ীর দাসিয়ার ছড়া

০১ আগস্ট, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
দৃশ্যপট বদলে যাওয়া এক ভূখণ্ড ফুলবাড়ীর দাসিয়ার ছড়া

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের ৬ বছরে বদলে গেছে দেশের সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার দৃশ্যপট। সরকারের নানামুখী উন্নয়নে খুশি ৬৮ বছরের অবহেলিত ভূখণ্ড ।এতদিনের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের মূল ভুখণ্ডে যুক্ত হওয়া মানুষগুলো সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘ আন্দোলনের পর দু’দেশের সরকারের সমঝোতায় ২০১৫ সালে ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ও ভারতের অভ্যন্তরে থাকা ৫১টি ছিটমহল। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় অবস্থিত ১২টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে দেশের সবচেয়ে বড় ছিটমহল ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া। যার আয়োতন ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৬ হাজার ৫২৯ জন। বিনিময়ের পর থেকে এখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

বিনিময়ের ৬ বছরে দাসিয়ার ছড়ায় ২৭ কিলোমিটার পাকা সড়ক, ব্রিজ-কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, কমিউনিটি ক্লিনিক, শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। এখানকার ভূমিহীনদের দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও।

শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা,ফুলবাড়ী(কুড়িগ্রাম) এর সুপারিন্টেন্ডেন্ট মোঃআমিনুল ইসলাম মিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাচ্ছে বাংলাদেশ।তিনি আমাদের নতুন পরিচয় দিয়েছেন এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ার ছড়া শাখার সভাপতি আলতাব হোসেন জানান, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর আমরা ৬ বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছি। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি এই ৬ বছরে আমাদের জীবনমান বদলে দিয়েছেন।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, আমরা ছিটমহল বিনিময়ের পর থেকে দাসিয়ার ছড়াকে মুজিব-ইন্দিরা নামে একটি ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি করে আসছি। আমরা আসা করছি সরকার আমাদের এ দাবিটি পূরণ করবে।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সভাপতি মঈনুল হক জানান, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় হয়। এজন্য আমরা দাসিয়ার ছড়ার সমন্বয়পাড়া স্কুল মাঠে সন্ধ্যায় ৬ বছর পূর্তি ও ৭ বছরে পদার্পণ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনাসভা ও রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছি।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ জানান, বিলুপ্ত ছিটমহলের কৃষি জমি ফসল উৎপাদনে এখন আরও বেশি সমৃদ্ধ। তাদের আয় বৃদ্ধিতে সেখানে নতুন বিভিন্ন জাতের ফসল উৎপাদনে তাদেরকে আরও বেশি সম্পৃক্ত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস বলেন, ‘উপজেলার ৬টি ইউনিয়নের মতো এখানেও সরকারের সকল দপ্তরের সেবা নিশ্চিত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা রাস্তাঘাট বিশেষ অগ্রাধিকার দিয়ে করা হয়েছে। এ ছাড়া পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা করছে। উন্নয়ন করছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন ১ হাজার ৬৪৩ একর ও সরকারি খাসখতিয়ানভুক্ত ৯ একর জমির প্রাক জরিপ শেষ করে খতিয়ান হস্তান্তর করা হয়েছে। ব্যক্তি মালিকানায় খাজনা খারিজ জটিলতা থাকায় কেউ জমি বিক্রি এবং ক্রয় করতে পারছেন না।’ তাই জমি-সংক্রান্ত সমস্যাটি দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।

শেয়ার