Top

শিবচরে ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৬

০১ আগস্ট, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
শিবচরে ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৬

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন- আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কর্মচারী নির্মল, সোহান, পুলক, ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে ট্রাকশ্রমিক মিরাজ, চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফ ও পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী। শনিবার রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোলপ্লাজার কাছে রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর ওপরে ৮-১০ জন যাত্রী বসেছিলেন। ঘটনাস্থলেই দুজন নিহত হন।

পুলিশ জানায়, ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের মালামালসহ কিছু যাত্রীও ছিলেন। এছাড়া বরগুনা থেকে ছাদ ঢালাইয়ের মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় টোলপ্লাজার কর্মচারী সোহানসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিলে আরো চারজন মারা যান।

শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এছাড়া ট্রাকটি মালামালের সঙ্গে ঢাকাগামী যাত্রীদেরও নিয়ে যাচ্ছিল। টোলের কাছে পৌঁছালে ব্রেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার