Top

আনোয়ারায় পানির নীচে আমনের বীজতলা

০১ আগস্ট, ২০২১ ৩:০০ অপরাহ্ণ
আনোয়ারায় পানির নীচে আমনের বীজতলা
আনোয়ারা (চট্টগ্রাম) :

এক দিকে প্রবল জোয়ারের পানি এবং গত ক’দিন ধরে টানা বৃষ্টি। হাটু পরিমাণ জলাবদ্ধতায় ডুবে আছে আনোয়ারা উপজেলার অধিকাংশ এলাকার আমনের বীজতলা। গত তিনদিন ধরে হাটু পরিমাণ পানির নীচে ডুবে থাকায় বীজতলাগুলো নষ্ট হওয়ার আশংকায় রয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এখনো পর্যন্ত না থামায় ইতি মধ্যে আমনের বীজ সংকটের আশংকায় উদ্বেগ ছড়িয়ে পরেছে কৃষকদের মাঝে।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর ৭হাজার নয়শ ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষে ৫৩০ হেক্টর বীজ রোপন করা হয়েছিল। নিম্ন চাপের প্রভাবে মাসব্যাপী অতিবর্ষণের কারণে পানিবদ্ধতার সৃষ্টি হওয়ায় উপজেলার প্রাায় ২শত হেক্টর বীজতলা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষকদের মতে প্রায় ৩শত হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি যদি আরো দীর্ঘস্থায়ী হয় পুরো বীজতলা নষ্ট হওয়ার আশংকা রয়েছে।

টানা বৃষ্টির কারণে যেসব এলাকা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে তা হলো, হাইলধর, বারখাইন, আনোয়ারা, রায়পুর, জুইদন্ডী। আজ কালের মধ্যে বৃষ্টি না থামলে বীজতলা ঠিকে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে। এদিকে বীজতলা নষ্ট হয়ে গেলে আমনের বীজের চরম সংকট দেখা যাবে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার হাইলধর গ্রামের জিহান নামে এক কৃষক জানান, সে ২ কাঠি ধানের বীজ করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছ। এখন আমন আবাদ করতে তাকে বীজ ক্রয় করতে হবে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, আমনের উচ্চ ফলনশীল ২০ থেকে ২৫ জাতের বীজ কৃষকদেও মাঝে বিতরণ করা হয়েছে। আমনের বীজ ১৫ দিন পানির নিচে থাকলেও নষ্ট হওয়ার সম্ভাবনা কম। তবুও টানা বৃষ্টি পড়তেছে যার ফলে বীজতলা থেকে পানি নামা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

শেয়ার