Top
সর্বশেষ

মুশফিক-লিটনের না থাকা বড় ক্ষতি বাংলাদেশের

০১ আগস্ট, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
মুশফিক-লিটনের না থাকা বড় ক্ষতি বাংলাদেশের

পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসেন বাংলাদেশ দলের দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোয়ারেন্টাইন শর্তের কারণে ঘরের মাঠে আসন্ন সিরিজে খেলতে পারবেন না দুজন। অজিদের এমন সিদ্ধান্তে একদমই খুশি নন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো

আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ (রোববার) প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ দল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই অনুশীলন পর্ব। এরপর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হন ডমিঙ্গো। সেখানেই এক প্রশ্নের জবাবে দলের দুই ব্যাটসম্যান মুশফিক আর লিটনকে নিয়ে কথা বলেন তিনি।

ডমিঙ্গো জানালেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই চাপ আছে। মুশফিকের জৈব সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার অদ্ভুত সিদ্ধান্তের যুক্তি আমি খুঁজে পাইনি। ১০ দিন কোয়ারেন্টাইন যথেষ্ট হতো। এটা নিয়ে অনেক হতাশ। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলব। আমাদের তরুণদের জন্য এটি জাত চেনানোর দারুণ এক সুযোগ। মুশফিক লিটনের না থাকা আমাদের জন্য বড় দুই ক্ষতি।’

মূলত অস্ট্রেলিয়া শর্ত দিয়েছিল জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের অন্তত সিরিজ শুরুর ১০ দিন আগে বলয়ের মধ্যে প্রবেশ করতে হবে। সে মারপ্যাঁচে অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিক-লিটনের।

মুশফিক-লিটন না থাকায় টাইগারদের ব্যাটিং শক্তি অনেকটাই খর্ব হয়েছে। প্রতিপক্ষ দলে আছে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডের মতো পেস বোলার। তাদেরকে কীভাবে সামলাবেন স্বাগতিক ব্যাটসম্যানরা? ডমিঙ্গো জানালেন, দিনশেষে স্টার্ক-হ্যাজেলউডরাও মানুষ, তারাও খারাপ বল করে।

ডমিঙ্গো বলেন, ‘দলে ইনজুরির বড় সমস্যা নেই। সৌম্যর মাউথ স্ট্রেইন জিম্বাবুয়েতে হয়েছিল, তবে আমরা আশাবাদী সে ফিট হয়ে উঠবে। স্টার্ক ও হ্যাজলউড কোয়ালিটি বোলার। আমরা তাদের বোলিংয়ের ফুটেজ দেখেছি। দিনশেষে তারা মানুষ, তারাও খারাপ বল করে, মানসিকতা পরিস্কার রেখে তাদের খারাপ বলগুলো আত্মবিশ্বাসের সাথে খেলতে হবে।’

শেয়ার