Top

চট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২৭

০১ আগস্ট, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২৭
চট্টগ্রাম প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নগরীর ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৭৩ জন; এর মধ্যে ৫৮৩ জন নগরীর ও ৩৯০ জন উপজেলার বাসিন্দা। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯২৭ জন; নতুন শনাক্তদের মধ্যে ৫৩২ জন নগরীর ও ৩৯৫ জন উপজেলার বাসিন্দা।

রোববার (১ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮২ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৮৮ জন নগরের ও ২০ হাজার ৭৯৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে হাটহাজারী উপজেলায়, ১০৩ জন। এ ছাড়া রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এছাড়া সচেতন না হওয়ায় মৃত্যুঝুঁকিও বেশি। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করলেই দেখা যায়, শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি। প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

শেয়ার