করোনাভাইরাস মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে প্রশংসা করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক বলেছে, কোভিড-১৯ এর মহামন্দার মধ্যেও বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করে চলেছে। জিডিপি প্রবৃদ্ধির ইতিবাচক ধারাও ধরে রেখেছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের ঋণ-সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। অতীতের মতো ভবিষ্যতেও বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) এক্সেল ভন ট্রটসেনবার্গের সাথে বৈঠক করেন। বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে বিশ্বব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশের প্রশংসা করেন।
সালমান এফ রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
ট্রটসেনবার্গ ছাড়াও বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিত্ব করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) জন এফ গান্ডলফো, আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এবং বিশ্ব ব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম।
বৈঠকে সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সঠিক পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সারা পৃথিবী যখন মহামারি করোনার ছোবলে আক্রান্ত, তছনছ হয়ে যাচ্ছে সবকিছু, ওলটপালট হয়ে যাচ্ছে সব হিসাব-নিকাশ, তখনও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত ২০২০-২১ অর্থবছরে তার চেয়ে বেশি ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের আশা করা হচ্ছে।
বৈঠকে সালমান এফ রহমান বিশ্বব্যাংকের অব্যাহত ঋণ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জরুরি ভিত্তিতে করোনা টিকা কেনার জন্য বিশ্বব্যাংকের অঙ্গীকারভুক্ত ঋণের সহজ প্রাপ্তির উপরে জোর দেন। ঋণ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হলে করোনা পরিস্থিতি বেসামাল হতে পারে বলেও আশঙ্কা করেন সালমান এফ রহমান।