Top

লেবাননে জানাজায় শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ৫

০২ আগস্ট, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ
লেবাননে জানাজায় শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক :

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে রোববার একটি জানাজায় শিয়া-সুন্নি সংঘর্ষে তিন হিজবুল্লাহ সদস্যসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক হিজবুল্লাহ সদস্যের জানাজায় রোববার এ হতাহতের ঘটনা ঘটে। আরব নিউজ ও এএফপির।

বৈরুতের দক্ষিণাঞ্চলে খালেদ এলাকায় শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ওই এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে আলী শেবলি নামে এক হিজবুল্লাহ সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর থেকেই ওই এলাকায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শেয়ার