Top
সর্বশেষ

‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার হটানোর আন্দোলন করব’

০৩ আগস্ট, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার হটানোর আন্দোলন করব’

দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, নির্যাতন-নিপীড়ন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় মহানগর উত্তর-দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ বলেন, জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে, সেজন্য আমরা মহানগর উত্তর ও দক্ষিণ একসঙ্গে একযোগে রাজপথে আন্দোলন-সংগ্রাম করব।

তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যাতে নির্বাচন হতে পারে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যকে সফল করতে আমরা কাজ করতে চাই। যদি প্রয়োজন হয় ১৯৯০ সালের মতো আরেক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নব্য স্বৈরাচারী অগণতান্ত্রিক, অবৈধ, মিডনাইটের সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন-সংগ্রাম করব।

মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম বলেন, আমরা চেষ্টা করব যাতে এই দায়িত্ব সঠিকভাবে সবাইকে সাথে নিয়ে পালন করতে পারি। সে ব্যাপারে মহাসচিব থেকে শুরু করে মহানগরসহ দলের সব পর্যায়ের নেতা-কর্মীর সহযোগিতা চাই। আমরা উত্তর-দক্ষিণ মহানগর একসঙ্গে মিলেই সমবেতভাবে মহানগরীতে কাজ করব, যাতে কোথাও কোনো গ্যাপ সৃষ্টি না হয়, কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি না হয়। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা অতি অল্প সময়ের মধ্যে সাংগঠনিক অবস্থাটাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর চেষ্টা করব যাতে একটা কাউন্সিল করতে পারি।

সালাম আরও বলেন, আমাদের একটাই উদ্দেশ্য- আজ এই সরকার যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা।

নতুন কমিটি গঠনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই আহ্বায়ক কমিটির নেতারা।

এর আগে আমান উল্লাহ ও আবদুস সালামের নেতৃত্ব নতুন আহ্বায়ক কমিটির নেতারা বিএনপি মহাসচিবের বাসায় নিজস্ব চেম্বারে তার সাথে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

শেয়ার