অবশেষে অলিম্পিক হকিতে পদক জিতলো ভারত পুরুষ হকি দল। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জার্মানির বিপক্ষে শ্বাসরূদ্ধকর ৫–৪ গোলের জয়ে ব্রোঞ্জ নিশ্চিত করল তারা।
ফলে টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া ভারতীয় পুরুষ হকি দল দীর্ঘ ৪১ বছর পর পদক জিতল।
এর আগে সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যায় ভারত।