ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৭ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫০ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৮২ লাখ ২৫ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের বেড়েছে ২৫ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৪২ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ১৪ লাখ ২৮ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিমটেক্সের বেড়েছে ২৩ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৩০ লাখ ৪৮ হাজার ৩৩৩ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–প্রিমিয়ার লিজিংয়ের ২১.২৮ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ২১.১৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২০.৭০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ২০.৫৫ শতাংশ, এপোলো ইস্পাতের ২০.২০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৯.১৫ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ১৮.৮২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস