Top
সর্বশেষ

করোনায় চার নারীর উদ্যোক্তা হওয়ার গল্প

০৭ আগস্ট, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
করোনায় চার নারীর উদ্যোক্তা হওয়ার গল্প

মহামারি করোনাভাইরাসে থমকে গেছে সারাবিশ্ব। থমকে গেছে মানুষের জীবন। কেউ হয়েছেন ঘরবন্দী, কেউবা কর্মহীন। তবে জীবন ধারণে জীবিকার্জনের বিকল্প নেই মানুষের। তাইতো মহামারীতেও দমেনি মানুষের জীবন জীবিকা। মহামারী করোনায় বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে অনলাইন ব্যবসা। যেহেতু ঘরে বসেই যে কেউ পরিচালনা করতে পারেন এই অনলাইন ব্যবসা। তাই এটা করোনাকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ক্রেতা-বিক্রেতার মাঝে।

রাজিয়া আক্তার

রাজিয়া আক্তারের বাড়ি সিলেটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেছেন। পড়াশুনা শেষে কিছুদিন কলেজে শিক্ষকতা ও একটি বেসরকারি ব্যাংক এ চাকুরী করেন। স্কুল জীবন থেকেই নিজের পোশাক নিজে ডিজাইন করে পড়তেন ও অনেক টিউশন করতেন। সবাই তার কাজের প্রশংসা করতো। এভাবে কাজটা নেশার মতো হয়ে যায়। পরে ব্যাংকের জব ছেড়ে একটা শপ নিয়ে বুটিকসের কাজ শুরু করেন। এটা ২০০৯ সালের কথা। কিন্তু পরে বিভিন্ন কারণে শপটা ছেড়ে অনলাইনে কাজ শুরু করেন। এটা ২০১২/১৩ সালের কথা। পরে সংসারের কারণে পড়ে সেটাও বন্ধ করে দেন। গত অক্টোবরে আবারো শুরু করেন নতুন ভাবে অনলাইন বিজনেস। তিনি মূলত কাস্টোমাইজ ব্লকের থ্রী পিস, ওয়ান পিস, শাড়ী নিয়ে কাজ করেন। সাথে আছে মনিপুরী শাড়ী, জামালপুরের হস্তশিল্প ও সিলেটি নানা পণ্য। নতুন এ কাজে তিনি ভালোই সাড়া পাচ্ছেন।

নওশিন লায়লা

বেসরকারি স্কুলের স্বনামধন্য আর জনপ্রিয় শিক্ষক আর নিজের বাসায় কোচিং নিয়ে ভালো কাটছিলো নওশিন লায়লার। কিন্তু করোনার কারণে সবার মতো তার জীবনেও প্রভাব পড়ে। গতবছরের ১৯ মার্চ থেকে পুরো বেকার হয়ে যান তিনি। এখনো সে সময়টুকু তার কাছে দুঃস্বপ্নের মত। তারপর তিনি অনলাইনে বিজনেস শুরু করেন। সেখানে ভালোই সাড়া পান তিনি। এখন তিনি সাবলম্বি, সাথে তাকে একজন উদ্যোক্তা হিসেবে সবাই তাকে চিনে, সম্মান করে।

ফাল্গুনী চক্রবর্তী

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে পড়াশুনা শেষ করে পেশাগতভাবে একজন ইউনানী চিকিৎসক এবং পাশাপাশি একজন উদ্যোক্তা। তার উদ্যোগের নাম “Joyti-জয়তি”। ২০২০ সালের ১২ জুন বাচ্চাদের কাস্টমাইজ জামা নিয়ে তার মায়ের সহযোগিতায় উদ্যোক্তা জীবনে পা রাখেন, কিন্তু পরবর্তীতে ভাবলেন যেহেতু তিনি একজন ইউনানী চিকিৎসক, ভেষজ উপাদান নিয়েই প্রধানত তার পড়াশোনাটা ছিল। তাই তার জ্ঞানকে কাজে লাগিয়ে যদি কিছু করতে পারেন তাহলে সেটা বেশি ভালো হবে। সেই ভাবনা থেকেই তিনি অর্গানিক স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে শুরু করেন। সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় তার পাঁচটি ফেসপ্যাক, একটি হেয়ার প্যাক এবং একটি হেয়ার অয়েল রয়েছে। যেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়। প্রোডাক্টগুলো ব্যবহার করে সবাই উপকার পাচ্ছে এবং তিনি ভালোই সাড়া  পাচ্ছেন।

জান্নাতুস ছালিমা শবনম

তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। শিক্ষা জীবন শেষে ঢাকাতে একটি ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট এ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সাথে প্রাইভেট চেম্বার ছিলো। কিন্তু এসব ছেড়ে স্বামীর কর্মস্থল সিলেটে পাড়ি জমান ২০১৮ সালে। অচেনা অজানা শহরে একা একা বাসায় থাকতে থাকতে অনেক একাকি হয়ে পড়েছিলেন। নিজেকে ব্যস্ত রাখতেই তার উদ্যোক্তা জীবনের শুরু ২০২০ সালের মাঝামাঝি সময়ে। তিনি মণিপুরী শাড়ি এবং থ্রীপিস নিয়ে কাজ করছেন সাথে সিজনাল ফল, খেজুরের গুড় এবং হাতে বানানো সেমাই নিয়েও কাজ করেন। ” আমার শখ -My Hobby ” এবং ” তাজা ফল -Fresh Fruit” নামে তার ২টি পেইজও রয়েছে।

শেয়ার