করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে চলবে ব্যাংক। যে কারণে রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে এদিন ব্যাংকের পাশাপাশি বন্ধ থাকছে শেয়ারবাজারের লেনদেন ও বিমা অফিস।
তবে সোমবার (৯ আগস্ট) থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এর ফলে শুক্রবার থেকে রোববার টানা তিন দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মাধ্যমে শেয়ারবাজার আবারও সাড়ে চার ঘণ্টার পূর্ণাঙ্গ লেনদেন সময়ে ফিরে যাচ্ছে।
এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথক নির্দেশনায় জানায়, বিধিনিষেধ চলাকালে রোববার (৮ আগস্ট) ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির অফিস বন্ধ থাকবে।
এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামী ৯ ও ১০ আগস্ট (সোমবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে। একই নিয়মে সীমিত পরিসরে খোলা থাকবে বিমা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান।