Top
সর্বশেষ

দুই সিরিজের মাঝে পাঁচ দিন সময় পাবেন ক্রিকেটাররা

০৮ আগস্ট, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
দুই সিরিজের মাঝে পাঁচ দিন সময় পাবেন ক্রিকেটাররা

ঠাসা আন্তর্জাতিক সূচি, একের পর এক সিরিজে দম ফেলানোর ফুরসত নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। জিম্বাবুয়ে থেকে ফিরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাঠে নেমে পড়েছে টাইগাররা। এই সিরিজ শেষ হওয়ার পর অপেক্ষায় নিউজিল্যান্ড সিরিজ। তার আগে সব মিলিয়ে পাঁচদিনের ছুটি পাবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরা।

আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘নিউজিল্যান্ড ২৪ তারিখ চলে আসবে। বাংলাদেশ দল জৈব সুরক্ষা বলয় থেকে বের হবে ১০ তারিখ। আমরা চিন্তা করেছি ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত ওদের (ক্রিকেটার) বিশ্রাম দেবো।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এজন্য শুধুমাত্র টি-টোয়ন্টি স্কোয়াডে যারা ডাক পাবেন, তারা ছুটি কাটিয়ে জৈব সুরক্ষা বলয়ে যোগ দিবেন আগামী ২৪ আগস্ট।

আকরাম জানালেন, ‘১৬ তারিখ থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের নিয়ে ২০ তারিখ পর্যন্ত অনুশীলন হবে কোচদের অধীনে। ২২ তারিখের দিকে করোনা পরীক্ষা করে ২৪ তারিখে খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ে চলে যাবে।’

নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন হোটেলে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যদের থাকার বিষয়ে বোর্ড অনুমতি দেবে কি না জানতে চাইলে আকরাম বলেন, ‘আমরা তো বলেছি, খেলোয়াড়রা যেভাবে স্বস্তিতে থাকবে আমাদের তা করে দিতে কোনো আপত্তি নেই। যেমন মুস্তাফিজের ছিল। কেউ থাকতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই।’

সঙ্গে যোগ করেন আকরাম, ‘গত ৫-৬ মাস ধরে খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ে, অনেক কঠিন সময় যাচ্ছে। এত কঠিন সময়ে ভালো পারফরম্যান্স করছে। ওদের কৃতিত্ব দেওয়া উচিৎ। এ নিয়ে আমরা নিয়মিত কথা বলছি, ভাবছি।’

শেয়ার