Top
সর্বশেষ

৩০% শেয়ার ধারণে ব্যর্থ হলে বোর্ড পুনর্গঠন

২৫ নভেম্বর, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ
৩০% শেয়ার ধারণে ব্যর্থ হলে বোর্ড পুনর্গঠন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এই সময়ে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলো পরিচালনা পর্ষদ পুনর্গঠন করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসির ৭৫০ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি সূত্র মতে, আজকের সভায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত একটি প্রস্তাবিত কর্ম-পরিকল্পনা কমিশন চূড়ান্ত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকগণ আইনানুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে।

শেয়ার