Top
সর্বশেষ

বীমার হাত ধরে ডিএসইতে বড় উত্থান

২৫ নভেম্বর, ২০২০ ৬:২৮ অপরাহ্ণ
বীমার হাত ধরে ডিএসইতে বড় উত্থান

সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বীমা খাতের হাত ধরে সূচকের বড় উত্থান হয়েছে। এ দিন ডিএসইতে মোট লেনদেনের ৪০ শতাংশেরও বেশি বা ২৩৯ কোটি টাকার লেনদেন করে বীমা খাতের কোম্পানি গুলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট গুলো ৮৮ কোটি টাকার কিছু বেশি লেনদেন করেন। লেনেদেনে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। প্রকৌশল খাতটিতে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি টাকা।

বুধবার ডিএসইতে  ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার ।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬১পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১০৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টির।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আসা প্রথম ১০টি কোম্পানির মধ্যে ৬টি কোম্পানিই বীমা খাতের।  এর মধ্যে সব চেয়ে বেশি লেনদেন করেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। পরের স্থানে রয়েছে এসেছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড,এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার