সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৪ বারে ৫১ লাখ ৪ হাজার ৮৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৫২ বারে ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইপিডিসির দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৮ বারে ৪৭ লাখ ৩৫ হাজার ২৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-আরএসআরএম স্টিলের ৮ শতাংশ, আইএলএফএসএলের ৭.৩১ শতাংশ, আইএফআইসির ৭.২৮ শতাংশ, বে লিজিংয়ের ৬.৮৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৮১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.১৮ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর ৬.০৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস