সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪১৬ বারে ২৭ লাখ ৭৮ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮৭ বারে ১০ লাখ ৫৩ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৮০ বারে ৫৩ লাখ ৯৮ হাজার ৩৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এএফসি এগ্রোর ৬.০২ শতাংশ, বিকন ফার্মার ৫.৮০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৭০ শতাংশ, সোনালী পেপারের ৫.৫৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৫.৪৯ শতাংশ, ফাইন ফুডসের ৫.৪৮ শতাংশ এবং নুরানি ডাইংয়ের শেয়ার দর ৫.৩৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস