Top
সর্বশেষ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট

১০ আগস্ট, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট
নিজস্ব প্রতিবেদক :

করোনার কারণে আটকে থাকা এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। এরমধ্যে এসএসসি-এইচএসসি ও মাদরাসার দাখিল-আলিমের কয়েক সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

বাউবি ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হলো।

মঙ্গলবার (১০আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি পর্যায়ে নৈর্বাচনিক আটটি বিষয়ে এবং এইচএসসি পর্যায়ে নৈর্বাচনিক পাঁচটি বিষয়ে এ অ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে নির্দিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে। বাউবির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।’

বিস্তারিত তথ্যের জন্য বাউবির ওয়েব পেজ bou.ac.bd ও bou.ac.bd/index.php/schools/open-school দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে করোনার কারণে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। গত ৯ আগস্ট চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। একই সঙ্গে এইচএসসির ইংরেজি ভার্সনের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। চলমান রয়েছে এসএসসির অ্যাসাইনমেন্ট কার্যক্রম।

গত সপ্তাহে মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

শেয়ার